প্রযুক্তি সুরক্ষায় নীতিমালার তাগিদ
ব্যবসায়িক প্রতিযোগিতার মানদণ্ডে শ্রীলঙ্কা ও ভারতের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ১০০ থেকে বিদ্যুৎ, গ্যাস, অবকাঠামো সুবিধা নিশ্চিত করে দ্রুত বাস্তবায়নযোগ্য অর্থনৈতিক অঞ্চলের সংখ্যা পাঁচ অথবা দশটিতে সীমিত করতে চায় সরকার। কবে নাগাদ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো নিশ্চিত করা হবে তারও একটি টাইমলাইন দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রয়োজনে বিজনেস রেগুলেটরি রিফর্ম কমিশন গঠন করার পরিকল্পনা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এসব উদ্যোগের পাশাপাশি জ্ঞান, প্রযুক্তি সুরক্ষায় নীতিমালার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি কোম্পানির শীর্ষ নির্বাহীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) জাভেদ আখতার।
তিনি বলেছেন, বলেন, বিদেশি বিনিয়োগ আনলে দেশের বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে। বিদেশে বিনিয়োগ আসলে শুধু অর্থ নয়, সেখানে জ্ঞান, প্রযুক্তি আসে। এই জ্ঞান, প্রযুক্তি সুরক্ষায় নীতিমালা প্রয়োজন। সুরক্ষা দিতে না পারলে বিনিয়োগ আসবো না। বছর শেষে কর হারের পরিবর্তন হয়, এটা কোথাও হয় না।
এছাড়াও বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর বলেন, ইলন মাস্ক ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীকে ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’এর দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদি বলা আব্দুল আউয়াল মিন্টুকে এ ধরনের দায়িত্ব দেওয়া হত; আমি ঠিক জানি না আমরা সেটাকে কীভাবে নিতাম। আমলাতন্ত্রের বাইরে গিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। সত্যিকারের সংস্কার করতে হলে এ ধরনের উদ্যোগ নিতে হবে। আমাদের কাঠামোগত সংস্কার প্রয়োজন।
ব্যবসায় প্রবেশের ক্ষেত্রে নানান বাধা বিপত্তির কথা তুলে ধরে তিনি বলেন, কেনো পাঁচ লাখ টাকার বাৎসরিক রেভিনিউ ব্যবসার ক্ষেত্রে প্রতিমাসে ভ্যাট-ট্যাক্স রিটার্ন দিতে হয়। প্রথম থেকেই ব্যবসা বান্ধব শুরু করা প্রয়োজন। প্রত্যেকটি ব্যবসায় প্রাথমিক উদ্দেশ্য হলো কর্মসংস্থান সৃষ্টি করা। কিন্তু ব্যবসার শুরুতেই অনেক বাধা বিপত্তি থাকে।
তিনি বলেন, ২০০৭ সালে আমরা জাতীয় পরিচয়পত্র করলাম। অন্যদিকে ভারত ২০০৮ সালে করলো আধার কার্ড। এখন এই আধার কার্ডের ওপর ভিত্তি করে তারা প্রত্যেকটি সেবা দিচ্ছে। আমরা আগে করেও সেই সুবিধাটা দিতে পারলাম না। এসব কারণে আমরা পিছিয়ে থাকছি।
রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে আজ রোববার ‘বাংলাদেশে ব্যবসায় প্রতিযোগিতা সক্ষমতা ও প্রক্রিয়ায় সংস্কার’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। ‘বাংলাদেশে ব্যবসায় প্রতিযোগিতা সক্ষমতা ও প্রক্রিয়ায় সংস্কার’ শীর্ষক সেমিনারে এই জরিপের ফলাফল তুলে ধরেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, এনবিআরের সাবেক সদস্য আলমগীর হোসেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।







